ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাট মহিলা আ.লীগের সভাপতি সাজ, সম্পাদক সাবিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
জয়পুরহাট মহিলা আ.লীগের সভাপতি সাজ, সম্পাদক সাবিনা

জয়পুরহাট: জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি পদে শাম্মীম আজিজ সাজ এবং সাধারণ সম্পাদক পদে সাবিনা আকতার চৌধুরী নির্বাচিত হয়েছেন।

সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নেতারা এ ঘোষণা দেন।

 

এর আগে বিকেলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাফিয়া খাতুন।  

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

এতে প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।  

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহফুজা মণ্ডল রিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুকসানা, সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, সুরাইয়া বেগম ইভা, মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনজুমান আরা আয়না প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।