ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটের আগেই ‘জিতে’ মিষ্টি বিতরণ!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
ভোটের আগেই ‘জিতে’ মিষ্টি বিতরণ!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আট নম্বর পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগেই নিজেকে বিজয়ী দাবি করে তোরণ নির্মাণ ও মিষ্টি বিতরণ করেছেন মো. রফিকুল ইসলাম নান্নু নামের এক আওয়ামী লীগ প্রার্থী।

ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণার পর মনোয়নপত্র জমা দিয়েই মিষ্টি বিতরণ করেন তিনি।

নান্নু নিজেকে ইউপি চেয়ারম্যান হিসেবে দাবি করে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের মূল ফটকের সামনে একটি তোরণ নির্মাণ করেছেন, যার ওপরের অংশে লেখা রয়েছে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম।

নিচের দুই অংশে লেখা রয়েছে শুভেচ্ছান্তে মো. রফিকুল ইসলাম নান্নু। চেয়ারম্যান, আট নম্বর পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

এদিকে পাঙ্গাসী বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, নান্নুকে সবাই বিএসসি মাস্টার বলে চেনে। তিনি কখনও আওয়ামী লীগ করেননি।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম নান্নু গণমাধ্যমকে জানান, এমপির আগমন উপলক্ষে ওই তোরণ লাগানো হয়েছে। তবে চেয়ারম্যান শব্দের পর পদ-প্রার্থী শব্দটি ভুলে হয়ে গেছে। এটা আমার ভুল না। কম্পিউটারের ভুল। আর মানুষ মিষ্টি খেতে চাইলো তাই সবাইকে একটু মিষ্টিমুখ করেছি।

ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, শুক্রবার সকালে ওই তোরণ ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে লাগানোর পর থেকেই বিভিন্ন লোকের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

এ বিষয়ে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের জানান, বিষয়টি তার জানা নেই। তবে এমন কাজ কাণ্ডজ্ঞানহীনতার পরিচয়।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।