ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

১৯ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ময়মনসিংহ উত্তর যুবদল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
১৯ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ময়মনসিংহ উত্তর যুবদল 

ময়মনসিংহ: দীর্ঘ ১৯ বছর পর ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।  

এর আগে একাধিকবার জেলা উত্তর যুবদলের আংশিক কমিটি গঠিত হলেও তা পূর্ণাঙ্গ হয়নি।

ফলে দীর্ঘ সময় পর পদবঞ্চিতরা নতুন কমিটির পদ-পদবিতে মূল্যায়িত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।      

ভিপি শামছুল হক শামছুকে সভাপতি, রবিউল করিম বিপ্লবকে সাধারণ সম্পাদক এবং আমিনুল ইসলাম মিন্টুকে সাংগঠনিক সম্পাদক করে নবগঠিত কমিটি অনুমোদন করা হয়।  

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নতুন কমিটির সভাপতি ভিপি শামছুল হক শামছু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু এ কমিটিতে স্বাক্ষর করেন।  

জানা যায়, নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি হয়েছেন ২৬ জন, যুগ্ম সম্পাদক ১৮ জন, সহ-সাধারণ সম্পাদক ১৫ জন, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছে ১০, বিভিন্ন পদে সম্পাদক হয়েছেন ৫৭ জন এবং সদস্য নির্বাচিত হয়েছেন ৭১ জন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।