ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কল্যাণ পার্টির গণযোগদান অনুষ্ঠানে ‘পুলিশের বাধা’ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
কল্যাণ পার্টির গণযোগদান অনুষ্ঠানে ‘পুলিশের বাধা’ 

ঢাকা: বাংলাদেশ কল্যাণ পার্টির ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে আয়োজিত গণযোগদান অনুষ্ঠান পুলিশের বাধায় পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।

শনিবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, শনিবার উত্তরা পূর্ব থানায় অবস্থিত ফুগল রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ কল্যাণ পার্টির ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে এক গণযোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে পুলিশের অনুমোদন থাকা সত্ত্বেও তারা বাধা দেয় এবং হল রুমের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেনারেল ইবরাহিম বলেন, অনুষ্ঠানের বিষয়ে পুলিশকে আগে জানানো হয়েছিল এবং অনুমতি নেওয়া হয়েছিল। তারপরও এ ধরনের বাধা দেওয়া অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এমএইচ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ