ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে ফিরেছেন আ স ম রব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
দেশে ফিরেছেন আ স ম রব

ঢাকা: দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর দেশে ফিরেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার পতাকা উত্তোলন, সাবেক মন্ত্রী আ স ম রব।

আ স ম রব এর ব্যক্তিগত সহকারী মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৯ মে ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে নিয়মিত রুটিন চেকআপের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে স্বস্ত্রীক ঢাকা ছাড়েন আ স ম আবদুর রব। চিকিৎসা শেষ করে অনেক আগেই দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট জটিলতার কারণে তার আসতে দেরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ