ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

জাসদের জাতীয় কমিটির সভা শুক্র ও শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
জাসদের জাতীয় কমিটির সভা শুক্র ও শনিবার

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জাতীয় কমিটির সভা আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ সেপ্টেম্বর) জাসদ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে সভা শুরু হবে , যা চলবে শনিবার রাত পর্যন্ত।

সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভূমিকা জোরদার করা, জাসদ প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপনে বছরব্যাপী কর্মসূচি প্রণয়ন, তৃণমূলে দলের সাংগঠনিক কাজ জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া  হবে।

এতে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল সদস্য, সকল জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা  ছাড়াও বিশেষ আমন্ত্রণে কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্যরা অংশ নেবেন।

সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় রাজনীতির সর্বশেষ পরিস্থিতির ওপর খসড়া রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করবেন সাধারণ সম্পাদক শিরীন আখতার।

বাংলাদেস সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
আরকেআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ