ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতাবিরোধীরা আ.লীগকে ধ্বংস করার পাঁয়তারা করছে: শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
স্বাধীনতাবিরোধীরা আ.লীগকে ধ্বংস করার পাঁয়তারা করছে: শামীম ওসমান কথা বলছেন শামীম ওসমান। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। সামনে আওয়ামীলীগের কঠিন পরীক্ষার সময়।

শকুন আকাশে উড়ছে, এ শকুন কারা? এ শকুন স্বাধীনতাবিরোধীরা। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। তারাই বাংলাদেশের ভবিষ্যত ধ্বংস করতে চায়। এখনও স্বাধীনতাবিরোধীরা আওয়ামীলীগকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আওয়ামীলীগকে শক্তিশালী করতে হলে ঐক্যের বিকল্প নেই।  

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।  

সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানের কাছে সোনারগাঁ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র দাখিল করেন।  

শামীম ওসমান বলেন, আজ থেকে সোনারগাঁয়ে আওয়ামীলীগ হবে এক পরিবারের। যেখান থেকে আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবে। সারাদেশের যেকোন স্থানে ত্যাগী নেতাকর্মীরা যখন মূল্যায়িত হয়। তখন সবাই খুশি হন। ত্যাগী নেতা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে মূল্যায়ন করায় সবার পক্ষ থেকে জাতির জনকের কন্যার প্রতি কৃতজ্ঞতা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার দাবি ও গণতন্ত্র রক্ষার দাবিতে ৪৯জন প্রাণ দিয়েছিল। ওই সময় তাদের আমরা নিজ হাতে দাফন করেছি। এ নারায়ণগঞ্জ থেকে আওয়ামীলীগ প্রতিষ্ঠা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা আওয়ামীলীগের নেতৃত্ব দিয়েছে। আমরা তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে দলকে ধরে রাখার চেষ্টা করছি।  

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, দিপক বণিক, এএইচ এম মাসুদ দুলাল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।