ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

৩০ বছর সরকারি জমি দখলে রেখেছিলেন আ.লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
৩০ বছর সরকারি জমি দখলে রেখেছিলেন আ.লীগ নেতা

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন।  

রোববার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, মোশারেফ হোসেন খান উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন পিরোজপুর-গোপালগঞ্জ
আঞ্চলিক মহাসড়কের পাশের প্রায় অর্ধ একর (৫০ শতাংশ) সরকারি জমি গত প্রায়
৩০ বছর ধরে অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া দিচ্ছেন।

সম্প্রতি ওই জমিতে সরকারি কাজে লাগবে বলে তাকে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি সে নোটিশ অমান্য করে পুনরায় সেখানে ঘর তৈরি করছেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান বলেন, ক্রয়সূত্রে ১৫ শতাংশ জমি নিয়ে মামলা চলছিল। সেখানে ১৫টি আধা পাকা ঘর ও একটি পাকা ভবন নির্মাণ করা হয়েছিল। আমাকে কোনো ধরনের উচ্ছেদ নোটিশ না দিয়ে সেখানে থাকা পাকা ভবনসহ সব স্থাপনা অবৈধভাবে ভেঙে ফেলা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান জানান, ওই জমিটি সরকারি খাসজমি। জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।