ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

রাজনীতি

মহাসচিবের জন্য দোয়া চাইলেন জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
মহাসচিবের জন্য দোয়া চাইলেন জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বাদ আসর পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে এক দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থেই জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মতো জাতীয় নেতাদের সুস্থতা ও দীর্ঘায়ু দরকার।

দ্রুতই যেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু সুস্থ হয়ে জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

পার্টির অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, হেনা খান পন্নি, হারুন অর রশীদ, নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, এম এ মুনিম চৌধুরী বাবু, এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আমির উদ্দিন আহমেদ ডালু, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. হুমায়ুন খান, মাসুদুর রহমান মাসুম, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, মো. জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিরু, এম এ সোবহান, আজহারুল ইসলাম সরকার, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, আখতারুজ্জামান খান, শাহজাহান কবির প্রমুখ।  

দোয়া ও মিলাদ পরিচালনা করেন পার্টির যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লা আসিফ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।