ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বাদ মাগরিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার এমপি, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, জহিরুল আলম রুবেল, প্রফেসর ড. গোলাম মোস্তফা, হেনা খান পন্নি, মো. জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আবু সালেক, মো. দিদারুল কবির দিদার, জাহাঙ্গীর আলম পাঠান, এইচএম শাহরিয়ার আসিফ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো. বেলাল হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. সাইফুল ইসলাম, মো. হুমায়ুন খান, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, আহাদ ইউ চৌধুরী শাহীন, মিজানুর রহমান মিরু, যুগ্ম-সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ছেরনিয়াবাদ সেকেন্দার আলী, আজহারুল ইসলাম সরকার, অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, জুবের আলম খান রবিন, সুজন দে, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, হাফেজ ক্বারী ইছারুহুল্লা আসিফ, মো. ইব্রাহীম আজাদ, কেন্দ্রীয় নেতা মুহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, শেখ সারোওয়ার হোসেন, মাওলানা খলিলুর রহমান ছিদ্দিকী, আবু নাসের বাদল, মাহবুবুর রহমান খসরু, মিনি খান, মো. ফারুক শেঠ, মো. আরিফুল ইসলাম রুবেল, মো. মনিরুজ্জামান, মোস্তাইন বিল্লাহ, মো. শাহিন আলীম, এরশাদুজ্জামান ডলার, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. ইব্রাহিম খান জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।