ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গরু ডাকাতি মামলায় বগুড়ায় যুব সংহতির নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
গরু ডাকাতি মামলায় বগুড়ায় যুব সংহতির নেতা কারাগারে

বগুড়া: গরুবোঝাই ট্রাক ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বগুড়ার গাবতলী উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ফজলে রাব্বী তরুকে (৩৩) আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে আটক তরুকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



আটক ফজলে রাব্বী তরু বগুড়ার গাবতলী পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ছিলেন। তিনি উনচুরখী মধ্যপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

জানা যায়, গত ১৮ জুলাই রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা এলাকা থেকে কোরবানির ২১টি গরুবোঝাই ট্রাক ডাকাতি করে দুর্বৃত্তরা। ওই রাতে গাবতলীর উনচুরখী এলাকায় ট্রাক থেকে গরু নামানোর সময় গাবতলী মডেল থানা পুলিশ ২১টি গরু উদ্ধার করে এবং দুইজনকে আটক করে। এরপর তদন্ত সাপেক্ষে রোববার (১৫ আগস্ট) মধ্য রাতে গাবতলী মডেল থানা পুলিশ তরুকে আটক করে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, গরু চুরির মামলা তদন্তকালে ফজলে রাব্বী তরু জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যায়। এজন্য তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।