ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সাম্প্রদায়িক হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
সাম্প্রদায়িক হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা

ঢাকা: খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার (১২ আগস্ট) এক বিবৃতিতে তদন্ত সাপেক্ষ প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিদ্যমান। তাই কোনো গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।