ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকেও আম উপহার দিয়েছে পাকিস্তান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
খালেদা জিয়াকেও আম উপহার দিয়েছে পাকিস্তান

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসায় পাকিস্তান হাইকমিশন থেকে উপহারের আমের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়।

এর আগে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ভারত-পাকিস্তানসহ ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাস ও হাই কমিশনে মৌসুমী ফল আম উপহার দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জানা গেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও উপহার হিসেবে আম পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এমএইচ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।