ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির ঢাকা উত্তর-দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
বিএনপির ঢাকা উত্তর-দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা: বিএনপির মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবদুস সালামকে আহ্বায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ৪৯ সদস্য বিশিষ্ট মহানগর দক্ষিণের কমিটি গঠন করা হয়েছে।

অপর দিকে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ৪৭ সদস্য বিশিষ্ট মহানগর উত্তরের কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
এমএইচ/আরআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।