ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আলী আশরাফের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
আলী আশরাফের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক 

ঢাকা: কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।  

শুক্রবার (৩০ জুলাই) এক শোক বার্তায় তিনি প্রয়াত আলী আশরাফ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রয়াত অধ্যাপক আলী আশরাফ ছিলেন ব্যক্তিগত জীবনে অমায়িক আচরণের অধিকারী। গণমানুষের সঙ্গে ছিল তার অসাধারণ সম্পর্ক। তুমুল জনপ্রিয় আলী আশরাফ পাঁচ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রেখেছেন। তার মৃত্যুতে দেশ এক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হারালো।  

এদিকে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

আরও পড়ুন>>

** সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ আর নেই

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।