ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল দক্ষিণের আহ্বায়ক পাভেলের কেন্দ্রীয় সহ-সভাপতি পদ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
ছাত্রদল দক্ষিণের আহ্বায়ক পাভেলের কেন্দ্রীয় সহ-সভাপতি পদ স্থগিত

ঢাকা: ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদারের কেন্দ্রীয় সহ-সভাপতি পদ স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পাভেল সিকদার সদ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তার কেন্দ্রীয় পদ স্থগিত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত শুক্রবার (৩০ জুলাই) থেকে তার মহানগর দক্ষিণ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকাল পর্যন্ত বহাল থাকবে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন  ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।