ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে আইনের শাসন নেই: বাবলু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুন ১৩, ২০২১
দেশে আইনের শাসন নেই: বাবলু 

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশে আজ আইনের শাসন নেই, চলছে বিচারহীনতার সংস্কৃতি। মানুষের সুখ-দুঃখ, বেদনার কথা, সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরতে গিয়েও বার বার বাধার সম্মুখীন হতে হয়।

 

রোববার (১৩ জুন) সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।  

বাবলু বলেন, দেশের মানুষ আজ সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। করোনার টিকা নেই, নেই সুচিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙেই পড়েছে। ইতোমধ্যেই টিকার সংকট প্রকট হয়েছে। যদিও এখন সরকার চেষ্টা করছে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার জন্য। কিন্তু এ উদ্যোগের কোনো কার্যকর পদক্ষেপ মানুষ দেখতে পাচ্ছে না। চিকিৎসা পাওয়ার অধিকার মানুষের জন্মগত। প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

তিনি আরও বলেন, আমাদের দেশে শতকরা ০৩ শতাংশ লোককেও এখন পর্যন্ত টিকার আওতায় আনা সম্ভব হয়নি।  

বাবলু বলেন, অর্থমন্ত্রী সংসদে বাজেট বক্তব্যে বলেছেন সরকার প্রতি মাসে ২৫ লাখ লোককে টিকা দেওয়ার ব্যবস্থা করছে। এটাও যদি বাস্তবায়িত করতে পারে তাহলে ১৮ কোটি মানুষকে টিকার আওতায় আনতে ১০ বছর সময় লাগবে। করোনার সংক্রমণ কী ১০ বছর পর্যন্ত থেমে থাকবে? 

জাপা মহাসচিব বলেন, করোনা মহামারি আমাদের সমাজকে এমনভাবে স্থবির করে দিয়েছে যে, আমাদের ৪ কোটি শিক্ষার্থী গত দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য সরকার বার বার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে। অথচ করোনা একটি বৈশ্বিক সমস্যা, বিশ্বের অনেক দেশে যারা আমাদের দেশ থেকে বেশি সংক্রমিত, বেশি আক্রান্ত তারা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বহু আগেই খুলে দিয়েছে। আমরা আমাদের আগামী প্রজন্মকে আর কতোদিন ঘরে বসিয়ে রেখে জ্ঞানের আলো থেকে দূরে সরিয়ে রাখবো? এর খেসারত গোটা জাতিকে দিতে হবে। আমরা অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অতিরিক্ত মহাসচিব সভাপতি সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।