ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাতে হাসপাতালে থাকবেন খালেদা জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
রাতে হাসপাতালে থাকবেন খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এভার কেয়ার হাসপাতালে থাকবেন।  তার সিটিস্ক্যান রিপোর্টসহ অন্যান্য রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে নেওয়া হয় তার শারীরিক কিছু পরীক্ষা করানোর জন্য।  

তার সঙ্গে ছিলেন চিকিৎসক টিমের প্রধান প্রফেসর ডা. এফএম সিদ্দিকী, প্রফেসর ডা. এ জে ড এম জাহিদ হোসেন ও ডা. আল মামুন।  

** খালেদা জিয়াকে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।