ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে মহিলা আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
পটুয়াখালীতে মহিলা আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ

পটুয়াখালী: পবিত্র রমজান উপলক্ষে চলমান ‘লকডাউনে’ নিম্ন আয়ের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগ।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা এমপি।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবি, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহানা হোসেনসহ মহিলা আওয়ামী লীগের কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।