ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পুরো রমজানে ইফতার বিতরণ করবে পটুয়াখালী ছাত্রলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
পুরো রমজানে ইফতার বিতরণ করবে পটুয়াখালী ছাত্রলীগ

পটুয়াখালী: পটুয়াখালী জেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী জনগণের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। এ ইফতার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে পটুয়াখালী চৌরাস্তায় ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। এসময় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমের আওতায় পুরো রমজান জুড়ে জেলার বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হবে।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে অনেক মানুষ সংকটে আছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছি।

তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ এবং দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনও করোনা মোকাবিলায় দুস্থদের মধ্যে বিভিন্ন সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সহায়তা দিচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ রকম উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।