ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার সহকারী শিমুল বিশ্বাস করোনামুক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
খালেদা জিয়ার সহকারী শিমুল বিশ্বাস করোনামুক্ত

ঢাকা: করোনা ভাইরাসমুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

রোববার (১৮ এপ্রিল) তার করোনা টেস্ট করলে রিপোর্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, করোনা ভাইরাসমুক্ত হলেও শিমুল বিশ্বাসের এখনও কাশি ও ঠান্ডা রয়ে গেছে। তার সিটিস্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে।

গত ৪ এপ্রিল থেকে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছেন শিমুল বিশ্বাস। ওই সময় করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওই সময় থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন। আশু রোগমুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এমএইচ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।