ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা স্থিতিশীল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা স্থিতিশীল ফজলে হোসেন বাদশা

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার স্বাস্থ্যগত অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেলা ১১টায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বাদশার সঙ্গে পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। ইতোমধ্যে বাদশার বিভিন্ন ‘ক্লিনিক্যাল পরীক্ষা করা হয়েছে। বাদশার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও স্বভাবিক রয়েছে। তাঁর অক্সিজেন সেচুরেশন লেভেলও স্বাভাবিক রয়েছে এবং তিনি ভালো আছেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।