ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হেফাজতের নাশকতা: রূপগঞ্জ যুবদলের আহ্বায়ক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
হেফাজতের নাশকতা: রূপগঞ্জ যুবদলের আহ্বায়ক গ্রেফতার দেলোয়ার হোসেন দেলু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া নাশকতার মামলায় রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী যাওয়ার পথে গোলাকান্দাইল বাস স্টেশনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

২৬ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় পরিবহনে ভাঙচুরের ঘটনা ঘটে। ২৭ মার্চ এ ব্যাপারে রূপগঞ্জ থানায় নাশকতার মামলা হয়।  

পুলিশের করা এ মামলায় দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করা হয়েছে, জানান ভূলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন মজুমদার।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, নাশকতার মামলা ছাড়াও যুবদল নেতা দেলুর বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।