ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. আসাদুজ্জামান সোহেলকে আহ্বায়ক ও মো. আল-আমিন নাজাতকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া নয় জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে সংগঠনের জেলা সভাপতি মো. আসাদুজ্জামান মিঠু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

যুগ্ম আহ্বায়করা হলেন- মো. শামীম হাসান রনি, মো. সাজ্জাদ হোসেন, তরিকুল ইসলাম, মো. আছাদুন্নবী, মো. মেহেদী হাসান, মো. সাইফুদ্দিন সোহেল, মো. মুসা আহমেদ রাজা, মো. রাসেল হাওলাদার, মো. ইব্রাহীম মৃধা। এছাড়া আরও ২০ জনকে সদস্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।