ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হেফাজতের হরতালে সহিংসতা: বিএনপির আরও ৪ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২১
হেফাজতের হরতালে সহিংসতা: বিএনপির আরও ৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ: হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় চার জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৯ মার্চ) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—মোফাজ্জল হোসেন আনোয়ার (৩৯), মো. মামুন মিয়া (৩৯), ফারুক হোসেন (৪০) ও নুর উদ্দীন (৪২)।  গ্রেফতার চারজনই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে সহিংসতার ঘটনায় রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ, র‌্যাব ৭টি মামলা দায়ের করে। পরে ঢাকা আহসান গ্রুপের এজি প্রোপার্টিজ ডেভেলপমেন্টস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটি সোহেল আহমেদ ও বিআরটিসি যাত্রাবাড়ী বাস ডিপোর পরিযান পরিদর্শক হুমায়ুন আজাদ খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আরও ২টি মামলা করেন।

মোট ৯টি মামলায় বিএনপি-জামায়াত নেতাসহ ১৬৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও প্রায় ৩,৭০০ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।