ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির ১৫০ নেতার নামে মামলা, তুহিনসহ গ্রেফতার ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
খুলনায় বিএনপির ১৫০ নেতার নামে মামলা, তুহিনসহ গ্রেফতার ৪ শফিকুল আলম তুহিন

খুলনা: পুলিশের কাজে বাধা দেওয়া-হামলার অভিযোগে খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজাসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।

মামলার বাদী খুলনা সদর থানার এসআই বিএম মনিরুজ্জামান।

এ মামলায় রাত দেড়টার দিকে মহানগর বিএনপির নেতা, যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিনকে রায় পাড়া ক্রস রোডের ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ছাত্রদল নেতা রুবেল, আমিরুল, কবিরকেও পুলিশ গ্রেফতার করে।

বুধবার (৩১ মার্চ) সকালে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বাংলানিউজকে বিএনপির নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশ তুহিনের বাসভবন তছনছ করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেছে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে বিএনপির একটি গ্রুপ অনুমতি ছাড়াই নগরীতে মিছিল বের করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা সংগঠিত হয়ে পুলিশের হামলা চালায়। এ সময় রুবেল, আমিরুল, কবিরকে পুলিশ আটক করে। রাতে রুবেল, আমিরুল, কবির, সাহারুজ্জামান মোর্ত্তজা, মনিরুল হাসান বাপ্পি, শফিকুল আলম তুহিন, এবাদুল হক রুবায়েত, মান্নান মিস্ত্রি, মাহবুব হাসান পিয়ারু, ইশতিয়াক হোসেন ইস্তি, মোস্তফা তুহিন, আজিজুল হাসান দুলু, শামীম কবীর, মাসুদ সিদ্দিক, কামরান হাসান, রবি, হেলাল আহমেদ সুমন, মিজু, একরামুল হক হেলাল, চৌধুরী হাসানুর রশীদ মিরাজসহ অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে আসামি করে মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এমআরএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।