ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফের সিলেট আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
ফের সিলেট আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন

সিলেট: আবারো আওয়ামী লীগ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন আহমদ হোসেন।  
 
মঙ্গলবার (৩০ মার্চ) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
এছাড়াও সংসদ সদস্য মির্জা আজমকে ঢাকা বিভাগ, সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে খুলনা বিভাগ, সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে চট্টগ্রাম বিভাগ, এসএম কামাল হোসেনকে রাজশাহী বিভাগ, অ্যাডভোকেট আফজাল হোসেনকে বরিশাল বিভাগে, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেটের দায়িত্বে থাকা সাখাওয়াত হোসেন শফিককে পুনর্বিন্যাস করে রংপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
গত বছরের অক্টোবরে সিলেটসহ আটটি বিভাগে বিশেষ টিম গঠন করেছিল আওয়ামী লীগ। দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ৮ বিভাগে চারজন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ জন সাংগঠনিক সম্পাদককে টিম সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।
 
এই টিমে সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল সাখাওয়াত হোসেন শফিককে। এবার তাকে রংপুর বিভাগের দায়িত্ব দিয়ে আবারো পুনর্বিন্যাসে সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিকের দায়িত্ব পেলেন আহমদ হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ