ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জ আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
শিবগঞ্জ আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দ্বিতীয়বারের মতো সাময়িক স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল এক প্রেসবিজ্ঞপ্তিতে সম্মেলন স্থগিতের বিষয়টি জানিয়েছেন।

এর আগে আট বছর পর বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন ধার্য হয়েছিল গেলো বছরের ২৭ ডিসেম্বর। তবে জেলা আওয়ামী লীগ হঠাৎ করে অনিবার্য কারণ দেখিয়ে ২৬ ডিসেম্বর মধ্যরাতে সম্মেলন স্থগিত ঘোষণা করে। এই সম্মেলনে ১২ ইউনিয়ন এবং একটি পৌরসভায় ৩১ জন করে ৪০৩ জন, উপজেলা কমিটির ৬৭ জন এবং কো-আপ্ট ১৫ জন সদস্য মিলে মোট ৪৮৫ জন ভোটার ছিলেন।

বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল জানান, অনিবার্য কারণবশত শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সাময়িক স্থগিত করা হয়েছে। তবে শিগগিরই তারিখ নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
 এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ