ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ সস্ত্রীক করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ সস্ত্রীক করোনায় আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন

ঢাকা: করোনায় আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন।  

সোমবার (২৯ মার্চ) করোনা টেস্ট করলে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

ডা. জাহিদ বাংলানিউজকে বলেন, গত তিন দিন ধরে তার জ্বর ও শরীর ব্যাথা। তার স্ত্রীর কাশি থাকায় তারা করোনা টেস্ট করেন। এতে পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ