ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে হরতালে অচল নগরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
নারায়ণগঞ্জে হরতালে অচল নগরী ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের ডাকা হরতালে পুরো নগরীতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

রোববার (২৮ মার্চ) সকাল থেকেই হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের মিছিলে বন্ধ হয়ে গেছে সাইনবোর্ড, চিটাগাং রোড, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক।

তবে শহরে পুলিশ-র‍্যাব-বিজিবির কড়া অবস্থানের কারণে কোনো মিছিল বের হতে পারেনি। পুরো শহরেই প্রশাসনের শক্ত অবস্থানের কারণে কার্যত অবরুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে।

এদিকে প্রতিটি মহাসড়কে রাস্তায় টায়ার ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেখানেও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবির সদস্যরা।

সাইনবোর্ডে দায়িত্ব পালন করা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, আমরা হরতালকারীদের নিবৃত করতে চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ