ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতের সমাবেশ চলছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতের সমাবেশ চলছে

পল্টন থেকে (ঢাকা): রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের ভেতরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ চলছে।  

শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় এ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে সমাবেশে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় নেতা মাওলানা হাসান জামিল, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুহিত খানসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত আছেন।  

সমাবেশে বক্তারা রোববারের (২৮ মার্চ) হরতাল সফল করার জন্য যার যার এলাকায় সকাল ৬টা থেকে রাস্তায় অবস্থান নেওয়ার আহবান জানান।

তারা বলেন, আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে পারে না।

এদিকে পল্টন মোড় ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।  

শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  অপরদিকে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভরত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এমএইচ/ডিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।