ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দোয়া চাইলেন সেলিম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
দোয়া চাইলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত প্রয়াত খান সাহেব ওসমান আলীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) জুমার নামাজের আগে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে এ দোয়া ও মিলাদের আয়োজন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম সেলিম ওসমান।

এ সময় বক্তব্যে সেলিম ওসমান সবার কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, খান সাহেব ওসমান আলীসহ প্রয়াত সবার জন্য দোয়া চান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া চান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগ নেতা ও সাবেক কাউন্সিল কামরুল হাসান মুন্না, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।