ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মুশতাকের মৃত্যু: তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মার্চ ১, ২০২১
মুশতাকের মৃত্যু: তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা: কারাবন্দি সাংবাদিক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তিতুমীর কলেজ ছাত্রদল।

সোমবার (১ মার্চ) সকাল ৯টার দিকে মহাখালী ওয়্যারলেসগেট থেকে তিতুমীর কলেজ অভিমুখী মিছিলে অংশ নেন তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল শাখার সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ, হাফিজুল্লাহ হিরা, মো. মামুন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জনি, মাসুদ রানা রিয়াজ, সেলিম রেজা, ইমাম হোসেন, আবুল হোসেন হাওলাদার আশিক, রাশেদ উল্লাহ রাশেদ, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, রহমত, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ইফতেখার ইসলাম খায়রুল, ছাত্রনেতী শাহনাজ পারভীন, ছাত্রনেতা নাজমুল হক সহ অন্য নেতারা।

এছাড়াও, মিছিলে অংশ নেন তিতুমীর কলেজ ছাত্রাবাস শাখার যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান সাগর-সহ ছাত্রাবাস শাখার অন্য নেতাকর্মীরা।

এর আগে, কারাবন্দি সাংবাদিক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রোববার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এর প্রতিবাদেও সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।