ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবের সামনে সংঘর্ষের ঘটনায় আহত ৩০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
প্রেসক্লাবের সামনে সংঘর্ষের ঘটনায় আহত ৩০ আহতরা ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: শাহবাগ জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার শরীরে ইট পাটখেল সহ লাঠিপেটার আঘাত রয়েছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন, পুলিশ সদস্য মুকিম ও ওমর ফারুক, বিএনপি নেতা হাবীবুন্নবী সোহেল, এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান শেখ মো. মামুন, ছাত্রদল কর্মী মো. রাসেল, ইমরান মীর, হুমায়ুন কবীর, সাইদুজ্জামান সুজন, আবিদ খান, রাজিব আহমেদ, সিমান্ত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত ৩০ জন ঢাকা মেডিক্যালে এসেছেন আহত অবস্থায়। সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কারো গুরুতর আঘাত নেই। আহতদের সংখ্যা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।