ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

করোনার টিকা নিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
করোনার টিকা নিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ 

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে করোনা ভাইরাসের টিকা নেন তিনি।

গণ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা নিলেন বিরোধীদলীয় নেতা।  

ভ্যাকসিন গ্রহণ শেষে বিরোধীদলীয় নেতা বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবার এই ভ্যাকসিন নেওয়া জরুরি।  

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা ফেব্রুয়ারি ২৫, ২০২১
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।