ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দলীয় প্রতীক মুক্ত স্থানীয় সরকার নির্বাচনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
দলীয় প্রতীক মুক্ত স্থানীয় সরকার নির্বাচনের দাবি ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দলীয় প্রতীক মুক্ত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অশোক সূত্রধর।  

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার গণতন্ত্রের জন্য আত্মঘাতী। দলীয় প্রতীক ব্যবহারের ফলে নির্বাচনের নামে সরকারি দলের নেতাকর্মীদের আধিপত্য দেখা যায়। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন, প্রকৃত নির্বাচনের চিত্র বহন করে না। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের ফলে জনগণ প্রকৃত নেতৃত্ব নির্বাচন করতে পারে না। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করে।  

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বন্ধের দাবি করেন।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।