ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি ছাত্র ইউনিয়নের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি ছাত্র ইউনিয়নের

ঢাকা: আগামী মে মাসে নয়, স্বাস্থ্যবিধি মেনে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি ফয়েজউল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

 

বিবৃতিতে নেতারা বলেন, বিগত ১১ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। শিক্ষাব্যবস্থার ভঙ্গ-দশা ক্রমশ জাতির সামনে স্পষ্ট হয়ে উঠছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সরকার অনলাইন ক্লাসের মুলা ঝুলিয়ে দিলেও বাস্তবচিত্র হচ্ছে দেশের অধিকাংশ শিক্ষার্থীর কাছে অনলাইন ক্লাস করার জন্য উপযোগী ডিভাইস নেই। বিভিন্ন পরিসংখ্যানে আমরা দেখেছি ৬৫ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত করা যায়। মুখে  'উন্নয়নের' ফুলঝুরি আওড়ানো সরকার শিক্ষাব্যবস্থা রক্ষায় কোনো প্রণোদণা ঘোষণা করেনি। শিক্ষকদের বেতন বন্ধ হয়ে গেছে, বহু শিক্ষার্থী ঝরে পড়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপত্তার অভাবে ভুগছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে ব্যর্থ সরকার।

নেতারা আরও বলেন, শিক্ষামন্ত্রী প্রেসবিফ্রিংয়ে বলেছেন আগামী ১৭ মে হল খুলে ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষা-কার্যক্রম শুরু হবে। আমরা এ ঘোষণার প্রতিবাদ জানাই। দেশের সব প্রতিষ্ঠান করোনা মহামারির সবকিছু স্বাভাবিক থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখা হয়েছে। দেড় লাখ আবাসিক শিক্ষার্থীকে ভ্যাকসিন দিতে কেন তিন মাস সময় লাগবে সেই প্রশ্নও আমরা শিক্ষামন্ত্রীর কাছে রাখতে চাই। দীর্ঘ ১১ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘ সেশনজটে সম্মুখে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। শিক্ষা শেষে এদেশে কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা নেই। সরকারি চাকরির পরীক্ষাগুলোয় বয়সসীমা বাড়ানো হচ্ছে না। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে শিক্ষাব্যবস্থা ধ্বংসের পায়তারা করছে সরকার। আমরা এ অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।