ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির পিকনিকে হঠাৎ হাজির ইশরাক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
ঢাকা রিপোর্টার্স ইউনিটির পিকনিকে হঠাৎ হাজির ইশরাক ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বনভোজন ও পিকনিকে হঠাৎ উপস্থিত হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক বনভোজন ও পিকনিকে হঠাৎ উপস্থিত হয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর অদূরে কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ডে ঢাকার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠনের এ বনভোজন ও পিকনিক আয়োজিত হয়।

এসময় দুপুরে হঠাৎই কয়েকজন সঙ্গী নিয়ে হাজির হন বিএনপি নেতা ইশরাক। তার এ আকস্মিক উপস্থিতিতে অনেক বিস্মিত হন সাংবাদিকরা।

তাদের এ মিলনমেলায় ইশরাক বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও সমাজের জন্য আপনারা আয়না হিসেবে কাজ করছেন। জাতির কাছে সর্বদা সত্য তুলে ধরায় আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ’

এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সহ-সভাপতি ওসমান গণি বাবুল, সাধারণ সম্পাদক মসিউর রহমান, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।