ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
খাগড়াছড়িতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কলাবাগান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি আদালত সড়কে উঠতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে ভাঙাব্রিজ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।

সমাবেশে বক্তারা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮১ নেতাকর্মীর নামে দেওয়া মামলা বাতিল ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ দলীয় নেতাকর্মীকে নামে দায়ের সব মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানানো হয়।

এ সময় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।