ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কামারখন্দ আ.লীগের সভাপতি সেলিম, সা. সম্পাদক আনোয়ার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
কামারখন্দ আ.লীগের সভাপতি সেলিম, সা. সম্পাদক আনোয়ার  সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আনোয়ার শেখ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সেলিম রেজা সভাপতি ও আনোয়ার শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ ও গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সেলিম রেজা ৯৫ ভোট পেয়ে বিজীয় হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে আনোয়ার শেষ ৯৭ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।

এর আগে সকালে জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।  

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।  

বিদায়ী সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নির্বাহী সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, প্রবীণ নেতা আনোয়ার হোসেন রতু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, বিমল কুমার দাস, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগ নেতা পিয়ার চৌধুরী, অ্যাডভোকেট রজব আলী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।