ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

চাটখিলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
চাটখিলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর ছেলে আটক

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোস্তফা কামালের ছেলে মাহবুবুর রহমান জুয়েলকে (৩২) আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চাটখিল বাজারে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে।

আটক জুয়েলের বাবা মেয়র প্রার্থী মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, আমাকে নির্বাচনে হারানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ছেলেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।  

তিনি দাবি করেন, তার ছেলের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসাইন জানান, জুয়েলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেই আলোকে ডিবি পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।