ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মোহাম্মদপুরে শীতবস্ত্র বিতরণ করলেন রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
মোহাম্মদপুরে শীতবস্ত্র বিতরণ করলেন রিজভী শীতবস্ত্র বিতরণ করছেন রুহুল কবির রিজভী।

ঢাকা: গরিব অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।



ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু ও যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখ্খারুল ইসলাম রানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান মাহবুব, শিক্ষক ও প্রকৌশলী ইকবালুর রহমান রুকন।

এ সময় তিন শতাধিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।