ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মির্জা ফখরুলের ফেসবুক অ্যাকাউন্ট নেই: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
মির্জা ফখরুলের ফেসবুক অ্যাকাউন্ট নেই: রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ফটো

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রতারণার উদ্দেশ্যে কোনো প্রতারকগোষ্ঠী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করছেন। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, বিএনপি মহাসচিব মহোদয়ের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং তিনি ফেসবুক ব্যবহার করেন না’।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ইতোপূর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে প্রতিবাদ করেছেন এবং থানায় সাধারণ ডায়েরিও করেছেন। সুতরাং এইসব ভুয়া ফেসবুকের সঙ্গে বিএনপি মহাসচিবের কোনো সংশ্লিষ্টতা নেই। আমি দেশবাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো জালিয়াত চক্র বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তা ব্যবহার করছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।