ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে জি এম কাদের, ফাইল ফটো

ঢাকা: করোনা প্রতিরোধে ভারত সরকারের উপহার বিশ লাখ ডোজ ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ বাংলাদেশকে দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।  

শনিবার (২৩ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় ভারত সরকারের পাশাপাশি বন্ধু প্রতীম ভারতের জনসাধারণের প্রতিও শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, মহামারিকালে ভারত সরকারের এ উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ ভ্যাকসিন পেয়ে দেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছে। করোনার ছোবলে বিশ্বব্যাপী যখন ভয়ার্ত পরিবেশ তখন ভারত সরকারের এ উপহার প্রমাণ করেছে ভারত-বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম ও অনুপম।  

তিনি বলেন, আগামী দিনে বন্ধু প্রতীম ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।