ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মায়ের মৃত্যুবার্ষিকী পালন করলেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
মায়ের মৃত্যুবার্ষিকী পালন করলেন খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারের ১৩তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৮ জানুয়ারি)। নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করে দিনটি পালন করছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, সোমবার মায়ের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করছেন খালেদা জিয়া। তিনি নিজ বাসায় নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করেছেন।

এছাড়া রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জোহর নামাজের পর দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৮ সালের এদিনে খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার ইন্তেকাল করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।