ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফতুল্লা ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে পল্টনে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
ফতুল্লা ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে পল্টনে বিক্ষোভ ফতুল্লা ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে পল্টনে বিক্ষোভ

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ছাত্রদলের প্রকৃত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ এবং নারায়ণগঞ্জ ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির কুশপুতুল দাহ করেছে বিদ্রোহীরা।

শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ করে।

বিদ্রোহী ছাত্রনেতা সাগর সিদ্দিকী বলেন, ‘ফতুল্লা থানা ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিল ও রনির শাস্তির দাবিতে আমরা সবাই আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সমবেত হয়েছি এবং ফতুল্লা থানা ছাত্রদলের সব প্রতিবাদী সহযোদ্ধা ঐক্যবদ্ধভাবে আমাদের এ যৌক্তিক প্রতিবাদে একাত্মতা পোষণ করেছেন। ’

তিনি বলেন, ‘এখান থেকে আমরা সবাই শপথ করতে চাই স্বৈরাচারী সরকারের দালাল রনির স্বেচ্ছাচারিতায় গঠিত ফতুল্লা থানা ছাত্রদলের বিতর্কিত ও হাস্যকর কমিটি বিলুপ্ত করে যোগ্য, ত্যাগী ও মেধাবী নেতাকর্মীদের মাধ্যমে ফতুল্লা থানা ছাত্রদল কমিটি গঠন ও ফতুল্লা থানাসহ নারায়ণগঞ্জ জেলার অন্য সব ইউনিটে টাকার বিনিময়ে অছাত্র, ভুয়া সার্টিফিকেটধারী, বিবাহিত, অযোগ্য লোকদের পদায়ন করে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রদলকে ধ্বংস করার চক্রান্তকারী রনি ও তার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে বহিষ্কারের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল শুদ্ধ করবো ইনশাআল্লাহ। ’

বিদ্রোহী ছাত্রদলের নেতারা খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন, পিয়াস খন্দকার, আরিফ হাসান, লেলিন আহম্মেদ, রোমান আহম্মেদ, সিফাত আহম্মেদ, সোহাগ, তূর্য, আল আমিন, বাবু, শান্ত, সাকিল, ইফতি, শাওন, রনি, আবিদ, রবিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।