ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনী জেলা ছাত্রদলের ৩ সদস্য বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
ফেনী জেলা ছাত্রদলের ৩ সদস্য বহিষ্কার

ফেনী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে ফেনী জেলা ছাত্রদলের তিন সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া তিন সদস্য হলেন- শাহাদাত উল্ল্যাহ, আব্দুল মোতালেব বিকাশ ও নাজিম উদ্দিন।

সোমবার (৪ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত তিন সদস্যকে সাংগঠনিক পদ-পদবীর ব্যবহার ও সংগঠনের গঠনতান্ত্রিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সোমবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, জেলা ছাত্রদলের সিদ্ধান্তকে অমান্য করে তারা ছাগলনাইয়া উপজেলা কমিটির বিপরীতে পাল্টা কমিটি করে। এটি দলের প্রকাশ্যে শৃঙ্খলা লঙ্ঘন। তাই দলের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।