ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাথায় কাফনের কাপড় বেঁধে বিএনপি-জামায়াত ঠেকাবে যুবলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
মাথায় কাফনের কাপড় বেঁধে বিএনপি-জামায়াত ঠেকাবে যুবলীগ পথসভা/ ছবি: বাংলানিউজ

ফেনী: বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, সাবধান থাকতে হবে। পরাজিত অপশক্তি বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্রে মেতেছে।

দেশ রক্ষায় এদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। আমরা শপথ নিচ্ছি, দরকার হলে মাথায় কাফনের কাপড় বেঁধে মুক্তিযুদ্ধ বিরোধী বিএনপি-জামায়াত অপশক্তিকে প্রতিহত করবো।  

শনিবার (০২ জানুয়ারি) বিকেলে সাংগঠনিক সফরে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীর মহিপালে জেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিখিল বলেন, করোনা মহামারির সময় সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশের মানুষও যখন ভীত তখন তারা মানুষের পাশে না দাঁড়িয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে, অপরাজনীতি করছে এবং তা এখনও চালিয়ে যাচ্ছে। তারা দেশকে পিছিয়ে নিতে চায়।

ফেনী জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে এ পথসভায় বক্তব্য রাখেন ফেনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

ফেনী জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী রিয়াদ আজিজ রাজিবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী মাসুদ রানা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১ 
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।