ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টি বিরোধীদলের দায়িত্ব নেবে, আশা হানিফের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
জাতীয় পার্টি বিরোধীদলের দায়িত্ব নেবে, আশা হানিফের মাহবুব-উল আলম হানিফ/ফাইল ফটো

ঢাকা: একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি বিরোধীদল হিসেবে দায়িত্বপালন করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) শপথগ্রহণ শেষে সংসদ ভবনে এক প্রশ্নের জবাবে বাংলানিউজের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
সংসদের বিরোধীদল নিয়ে প্রশ্নের জবাবে হানিফ বলেন, আমাদের এখানে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জাতীয় পার্টি রয়েছে।

সে হিসেবে তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অনেক কিছু।
 
তিনি বলেন, জাতীয় পার্টি যদি বিরোধীদলে আসে দশম জাতীয় সংসদে তারা যেভাবে গঠনমূলক ভূমিকা রেখেছে, এবারও সেরকম ভূমিকা রাখবে।
 
গত সংসদের মতো এবারও জাতীয় পার্টি সরকারে থাকতে চাইলে সেক্ষেত্রে কি হবে? এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, আমরা অপেক্ষা করি। এখনো তারা সিদ্ধান্ত নেয়নি। আশা প্রকাশ করি জাতীয় পার্টি বিরোধীদল হিসেবে দায়িত্ব পালন করবে। এতে তাদের রাজনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল হবে।
 
একাদশ জাতীয় সংসদ কার্যকর ও সফল হবে বলে আশা প্রকাশ করে হানিফ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সংসদও সফল ও কার্যকরী ছিল। আপনারা খেয়াল করেছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে কোন অশালীন বক্তব্য ছিল না, খিস্তিখেউড় ছিল না। এবারের সংসদও কোনো অশালীন বক্তব্য থাকবে না। এই সংসদও গতিশীল ও কার্যকর হবে।
 
সংসদে শক্তিশালী বিরোধীদল থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ করে বাজেট অধিবেশনের সময় দুর্বল দিকগুলো আমরাই কিন্তু তুলে ধরেছি। আমরা চেষ্টা করেছি সেগুলোকে সংশোধন করে আরো জনকল্যাণমূলক হয় সেভাবে বলেছিলাম। সুতরাং, সংসদে বিরোধীদল থাকলেই শুধু গঠনমূলক আলোচনা হবে তেমনটি নয়।
 
তিনি বলেন, আমরা ইতোপূর্বের সংসদ, নবম-অষ্টম সংসদ দেখি তাহলে পার্লামেন্টে কি ছিল। সেখানে গঠনমূলক আলোচনার বাইরে অনেক খিস্তিখেউড় ছিল। জনগণ নিশ্চয়ই ভোট দিয়ে সংসদ সদস্যদের কাছ থেকে এ ধরনের আচারণ দেখতে চায় না।
 
হানিফ বলেন, কার্যকর সংসদ হিসেবে দশম জাতীয় সংসদ একটা উদাহরণ হিসেবে থাকতে পারে। বিরোধীদলে যারাই থাকুক না কেন সংসদ সদস্যরা সবাই দায়িত্বশীল ভূমিকা রাখবে। তাহলে সংসদ দেশ ও জনগণের কল্যাণে আসবে।
 
ভোটাদের সম্মান রাখতে শপথ নিন, ঐক্যফ্রন্টকে হানিফ
 
ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতরা তাদের ভোটারদের প্রতি সম্মান রেখে শপথ নেবেন আশা প্রকাশ করেন মাহবুব-উল আলম হানিফ বলেন, ঐক্যফ্রন্ট থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ভোটারদের ভোটের প্রতি সম্মান রেখে আশা করি তারা সংসদে আসবেন।
 
তিনি বলেন, তাদের ভোটার তো তাদের সংসদে আসার জন্যেই ভোট দিয়েছে, সংসদে না আশার জন্য ভোট দেয়নি। আশা করি তারা তাদের ভোটারদের সম্মান রক্ষা করবেন। তারা সংসদে আসবেন তাদের কথা বলবেন, গঠনমূলক সমালোচনা করে সংসদকে প্রাণবন্ত করবেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এসকে/এমইউএম/এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।