ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপি নেতার বাড়ির পাশে অস্ত্র উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
ফেনীতে বিএনপি নেতার বাড়ির পাশে অস্ত্র উদ্ধার

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের বাড়ির পাশ থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে খুরশিদের সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর চর চান্দিয়া এলাকার বাড়ির পাশ থেকে এসব উদ্ধার করা হয়।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় এসব অস্ত্র এখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

র‍্যাব-৭ ফেনীর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রাতে পাঁচটি বিদেশি পিস্তল, দু'টি বিদেশি রিভালবার, দু'টি শটগান, একটি পাইপগান এবং ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ